এ রক্ত মানবতার রক্ত এ রক্ত মেলবন্ধনের রক্ত

আজিম সেখ,নতুন গতি, রামপুরহাট:সভ্যতার ঊষালগ্ন থেকেই মানুষ আপদে-বিপদে একে অন্যের পাশে এসে দাঁড়িয়েছে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দুঃস্থ মানবতার পাশে এসে দাঁড়ানো এবং ব্যথিত জনের দুঃখ-কষ্ট, যন্ত্রণা এবং হাহাকার দূর করে মুখে হাসি ফোটানোই হলো মহৎ হৃদয়ের মানুষের স্বভাবজাত ধর্ম।

      আজকের দিনে গোটা বিশ্ব যখন “করোনা ভাইরাস” এর জেরে আতঙ্কিত তখন অন্যের জীবন বাঁচাতে ‘স্বেচ্ছায় রক্তদান’ কর্মসূচি মানবতার নতুন অধ্যায় সূচনা করলেন বনহাট অঞ্চলের প্রধান জহিরুল ইসলামের উদ্যোগে শতাধিক গ্রামবাসী। 

    নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানোর উদ্যোগ মানুষকে মানবতাবোধে সমৃদ্ধ করে তোলে।আর সেটাই আজ প্রমাণ করলেন বনহাট অঞ্চলের গ্রামবাসী।উপস্থিত ছিলেন রামপুরহাট ১ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি জনাব আনারুল হোসেন সাহেব এবং তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী পান্থ দাস মহাশয়।