সেহরি খেয়ে অসুস্থ হয়ে পড়ে একই পরিবারের মোট ছ’জন

নিজস্ব প্রতিবেদক:- মুর্শিদাবাদ জেলার কান্দি থানার চৈতন্যপুর গ্রামে সেহরি খেয়ে অসুস্থ হয়ে পড়ে একই পরিবারের মোট ছ’জন, রোজা রাখার আগে প্রতিদিনের মত বৃহস্পতিবার ভোর রাত্রেও সেহরি খান তারা। আর খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন। খাদ্যে বিষক্রিয়ার জেরে এই ঘটনা বলে প্রাথমিক ভাবে অনুমান (Food Poisoning)। অসুস্থদের ব্যক্তিদের চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের নাম আসগর সেখ (৩২), মসগর সেখ (৩০), নাসগর সেখ (২৪), মোঃ কামরুজ্জামান সেখ (১৯), রজব সেখ (৫৮), আফরোজা বিবি (৫৫)। বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ছয়জন।কিভাবে এই বিষক্রিয়ার ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে চিকিৎসকেরা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর রাত্রে রোজা শুরুর আগে প্রথা মত তাঁরা খাবার।খেয়েছিলেন(Murshidabad News)। সেই সেহরি খেয়ে পরিবারের ছ’ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কান্দি মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ অভীক দাস জানিয়েছেন, “খাদ্যে বিষক্রিয়ার জেরেই এই ঘটনা ঘটেছে। সকলেই অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে। তাঁদের স্যালাইন ও অক্সিজেন পরিষেবা দেওয়া হয়েছে। বর্তমানে সকলের অবস্থা স্থিতিশীল। আমরা সকলের ওপরেই নজর রাখছি। কি ভাবে এই খাদ্য বিষক্রিয়ার ঘটনা ঘটল আমরা খতিয়ে দেখব।”