কুলতলিতে অস্ত্র কারখানার হদিস উদ্ধার প্রচুর অস্ত্র সহ অস্ত্র তৈরি সরঞ্জাম

বাবলু হাসান লস্কর, কুলতলি দক্ষিণ চব্বিশ পরগনা : ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলীর কুন্দ খালি গোদাবর অঞ্চলের আন্দারিয়া এলাকায়। বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও কুলতলী থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে কুলতলী থানার আন্ধারিয়া এলাকার মহিউদ্দিন সরদার নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করল আট টি ওয়ান শাটার বন্দুক ও তিনটি লং পাইপগান খালি কার্তুজ ও প্রচুর অস্ত্র তৈরির সরঞ্জাম। ধৃত অস্ত্র ব্যবসায়ী মহিউদ্দিন সরদার আগে পোল্টির ব্যবসা করত। গত ছয় মাস যাবত এই ব্যাবসা করছে,সে এমনি শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বাসু সাংবাদিকদের জানান পোল্ট্রি ফার্মের ব্যবসায় লস হওয়ার পরেই সে এই অস্ত্র কারখানা খুলে বসে। ধৃতের বিরুদ্ধে 25/25AA/ 27 ধারায় মামলা রুজু করেছে কুলতলী থানার পুলিশ। আজ ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ। নিজেদের হেফাজতে নিয়ে কোথা থেকে এই অস্ত্র তৈরি করা শিখেছে, সে কোথায় অস্ত্র বিক্রি করতো তা জানার চেষ্টা করবে পুলিশ।