মোদি-জনসন বৈঠক! “ব্রিটেনের সহযোগিতায় ভারতে ফাইটার জেট তৈরি হবে” ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

নতুন গতি নিউজ ডেস্ক: ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে দু’ দিনের ভারত সফরে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করেন তিনি।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন “আজাদি কা অমৃত মহোৎসবের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর ঐতিহাসিক ঘটনা। ব্রিটেনের সহযোগিতায় ভারতে ফাইটার জেট তৈরি হবে।”

    ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান “আজ আলোচনা খুবই ভাল হয়েছে আমাদের মধ্যে। আশা করি এতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। গত বছর থেকে স্বৈরতান্ত্রিক শক্তির ক্ষমতা বেড়ে গিয়েছে। সেই আবহে আমাদের দুই দেশের উচিত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দখলমুক্ত রাখা। দেশেই শক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”