|
---|
মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : মহিলাদের সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিল বারাসাত জেলা পুলিশ । মহিলাদের ওপর অপরাধ দমনে বারাসাত জেলা পুলিশে তৈরি করা হলো উইনার্স বাহিনী । বারাসাত, মধ্যমগ্রাম, হাবরা, অশোকনগরের মত শহরাঞ্চলে বাইক নিয়ে টহল দেবে এই টিম । নারী সুরক্ষা নিশ্চিত করতে ২৪ ঘন্টা নজরদারি করবে তারা । পরনে কালো পোশাক, চোখে সানগ্লাস, মাথায় হেলমেট । উইনার্স বাহিনীর প্রত্যেকের হাতে থাকবে গ্রুপ সেলফোন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বারাসাত জেলা পুলিশের কাছে প্রায় প্রতিদিনই ইভটিজিং ও মহিলাদের হেনস্তা করার অভিযোগ আসছিল । মহিলাদের প্রয়োজনীয় সুরক্ষা দিতেই বারাসাত জেলা পুলিশের উদ্যেগে মহিলা পুলিশদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের মধ্য দিয়ে তৈরি করা হল উইনার্স বাহিনী । আইজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তা, আইজি প্রেসিডেন্সি রেঞ্জ তন্ময় রায়চৌধুরী এবং বারাসাতের পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জির উপস্থিতিতে বুধবার আনুষ্ঠানিক ভাবে এই টিমের সূচনা হয়।
প্রসঙ্গত, রাজ্যের নানা প্রান্ত থেকে একের পর এক নারী নির্যাতনের ঘটনা সামনে আসায় প্রতিটি থানা এলাকায় উইনার্স বাহিনী তৈরি করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর নির্দেশ মত ইতিমধ্যেই কলকাতাসহ বিভিন্ন কমিশনারেট এলাকায় তৈরি হয়েছে উইনার্স বাহিনী । উত্তর ২৪ পরগণায় বারাকপুর পুলিশ কমিশনারেট ও বসিরহাট জেলা পুলিশে ইতিমধ্যে উইনার্স বাহিনী তৈরি হলেও বারাসাত জেলা পুলিশে এতদিন ছিল না । এবার বারাসাত জেলা পুলিশ মহিলাদের ওপর ইভটিজিং ও শ্লীলতাহানি রুখতে তৈরি করলো মহিলা পুলিশের এই বিশেষ টিম। বুধবার এই টিমের আনুষ্ঠানিক সূচনা করে বারাসাতের পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি জানান, আপাতত শহরাঞ্চলে কাজ করবে উইনার্স বাহিনী । মধ্যমগ্রাম থানা এলাকায় ১২ জন, বারাসাত থানা এলাকায় ১২ জন, হাবরা থানা এলাকায় ৬ জন এবং অশোকনগর থানা এলাকায় ৬ জনের উইনার্স টিম নজরদারি চালাবে । পরে এই সংখ্যা আরও বাড়ানো হবে।