|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরো একটি মামলার তদন্তভার পেলেন আইপিএস দময়ন্তী সেন। এবার নামখানায় গৃহবধূকে ধর্ষণের ঘটনাতেও তাঁকে তদন্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
প্রধান বিচারপতির বেঞ্চের বক্তব্য “আইপিএস অফিসার দময়ন্তী সেনের পর্যবেক্ষণেই এই তদন্ত হবে। পাশাপাশি, নির্যাতিতা, তার পরিবার এবং সাক্ষীদের নিরাপত্তা দিতে হবে। তদন্তের অগ্রগতি খতিয়ে দেখে, তারপর সিবিআই তদন্তের আবেদন বিবেচনা করা হবে।”
ঘটনাটি ঘটেছে চলতি মাসের ৯ তারিখে। নামখানা থানার পাতিবুনিয়া গ্রামের গৃহবধূ নিজের ঘর থেকে বেরিয়ে শৌচালয়ে যাওয়ার পথে গণধর্ষণের শিকার হন। পরে গায়ে কেরোসিন তেল ঢেলে তাঁকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টাও হয়। শ্বশুর বেরিয়ে আসাতেই অভিযুক্তরা চম্পট দেয়। এই ঘটনা নিয়ে কারোর কাছে মুখ খুললে নির্যাতিতার ছেলে এবং মেয়েকে খুন করে ফেলার হুমকি দেয় অভিযুক্তরা। এমনটাই দাবি নির্যাতিতার।