|
---|
কলকাতা: দোলের সময় বাড়ির বাজার করা মধ্যবিত্তের নাগালের বাইরে। শাক সবজি ,মাছ , সবকিছুর দাম একেবারে আকাশ ছোঁয়া। পাবদা, কাতলা, টেংরা সহ বিভিন্ন মাছের দাম একেবারে আকাশ ছোঁয়া। বাজারে গিয়ে তাই অনেকেরই পকেটে টান পড়ছে। বাজার করতে গিয়ে কুলিয়ে উঠতে পারছে না বাঙালি। প্রতি বছর দোলের সময় সবকিছুর দাম বৃদ্ধি পায়, তবে এই বছর অন্যান্য বারের তুলনায় অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে সব কিছুর।
শুধু দক্ষিণ কলকাতা নয় উত্তর কলকাতা ,দমদম সহ শহরতলীতে শাকসবজিসহ সমস্ত কিছুর দাম ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞরা জানান লেক মার্কেট সহ অন্যান্য পাইকারি মার্কেটগুলিতে শাক সবজি মাছের দাম বৃদ্ধি হওয়ার ফলে খুচরা বাজার গুলোতে তার প্রভাব পড়েছে।