ঝড়খালির সুন্দরবন বন্য প্রাণী পার্কে ইন্টারন্যাশনাল টাইগার ডে 

বাবলু হাসান লস্কর সুন্দরবন : সুন্দরবন সংলগ্ন এলাকায় বাঘের উপদ্রব্য করা অসুস্থ বাঘের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ঝড়খালি অ্যানিমেল পার্কে। যেখানে উপস্থিত ছিলেন কুলতলীর আই সি সহ একাধিক ব্যক্তিদেরকে দেয়া হল সম্বর্ধনা ও মানপত্র। চিফ জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার এবং রিজিওনাল ম্যানেজার S.B.I. উপস্থিত ছিলেন। এস বি আই চিড়িয়াখানার ৩টি বাঘকে এক বছরের জন্য দত্তক নিয়েছে। বাঘ উদ্ধার এবং মুক্তির জন্য কুইক রেসপন্স টিমের সমস্ত গ্রামবাসীকে মঞ্চ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছিল এবং রেইন কোট উপহার দেওয়া হয়েছিল। তাছাড়া তাদের সকলের জন্য বিনামূল্যে দুর্ঘটনাজনিত বীমা SBI ঘোষণা করেছে। WWF, WTI, SHER, WPSI-এর মতো বাঘ সংরক্ষণের ক্ষেত্রে কর্মরত নাগরিক সমাজ সংস্থার বিভিন্ন প্রতিনিধিদের সংবর্ধিত করা হয়। ভেটেরেনয় অফিসার, সোয়াপ, ঝড়খালি, বিএলডিও, কুলতলী আইসি, কুলতলিকেও তাদের অবদানের জন্য সম্মানিত করা হয়েছিল। WTI মঞ্চ থেকে DFO দক্ষিণ ২৪ পরগনার কাছে নজরদারির জন্য একটি অত্যাধুনিক ড্রোন হস্তান্তর করেছে। পরে স্কুলের বাচ্চাদের বাঘের আবাসস্থলে জলযান ভ্রমণে নিয়ে যাওয়া হয়।