|
---|
নিজস্ব সংবাদদাতা :স্বেচ্ছাসেবী সংগঠন নারী ও শিশু কল্যান কেন্দ্রের তরফে শ্রমিকদের সহায়তা প্রদানের স্বার্থে মাইগ্রেন্টস রেসিলিয়েন্স কোলাবোরেটিভস কর্মসূচীর প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয় বোলপুরে। বীরভূম জেলার বোলপুর, নানুর, রামপুরহাট, পারুই থানার বিভিন্ন ব্লকের একাধিক প্রান্তের স্বেচ্ছাসেবকদের নিয়ে শ্রমিকদের অধিকার,সামাজিক সহায়তা সরকারি স্কীম সহ বিপদগ্রস্থ শ্রমিকের সুরক্ষা ও তাদের আইনী অধিকার প্রসঙ্গে প্রশিক্ষণ শিবিরের আলোচনা করা হয়। রাজ্যের বিভিন্ন জেলা সহ ভিন দেশে যাওয়া মাইগ্রেন্টস শ্রমিকরা কোন সমস্যায় পড়লে ও মহিলা শ্রমিকদের সঙ্গে যৌন হেনস্থা, পাচার ও জোর পূর্বক শিশু শ্রম করালে বা শারীরিক ও মানসিক ভাবে হেনস্থা করা হলে কিভাবে তারা প্রতিকার পেতে পারেন সেই বিষয়ে ঐ কর্মশিবিরে আলোচনা হয়। কোন শ্রমিক কর্ম ক্ষেত্রে যদি উপযুক্ত বেতন না পান, অথবা যে কোন রকমের বৈষ্যমের শিকার হন বা কোন অধিকার থেকে বঞ্চিত হোন তাহলে বিনাখরচে কিভাবে কোথায় তার সমস্যার কথা জানাবেন সেসব বিষয়েও পরামর্শ প্রদান করা হয়। ঐ শিবিরে উপস্থিত থেকে
স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষন দেন বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির প্রতিনিধি মহিউদ্দীন আহমেদ মহাশয় , বোলপুর শ্রীনিকেতন ব্লকের “কৃষি সম্প্রসারন আধিকারিক” গোবর্ধন সাহা মহাশয় এবং জন সাহস এর স্টেট কো-অর্ডিনেটর জয়ীতা দাসগুপ্ত, সমাজকর্মী দেবাশীষ বেড়া, সুমনা মজুমদার সহ অনান্যরা। জন সাহস এর পশ্চিম বাংলার স্টেট কো-অর্ডিনেটর জয়ীতা দাসগুপ্ত বলেন, আমরা সারা দেশজুড়ে শ্রমিকদের স্বার্থেই কাজ করি। তাদের কোন অসুবিধা হলে শ্রমিক হেল্পলাইন ১৮০০২০০০২১১ নাম্বারে ফোন করে জানাতে পারেন। যা ২৪ ঘণ্টা পরিষেবা পাওয়ার যাবে।