আবাস যোজনার দুর্নীতি নিয়ে ফের সোচ্চার বিজেপি। অঞ্চল অফিস ঘেরাও করে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি বিজেপির

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নিজেদের সংগঠনকে মজবুত করার লক্ষ্যে বৃহস্পতিবার অঞ্চল সম্মেলনের আয়োজন করা হয় মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত চাঁদড়া অঞ্চলে। সেই অঞ্চল সম্মেলনে উপস্থিত হয়ে বন্দে ভারত এক্সপ্রেসে হামলা, আবাস যোজনার দুর্নীতি সহ একাধিক ইস্যুকে সামনে রেখে রাজ্য সরকারকে চাচাছোলা ভাষায় আক্রমণ করেন বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ।

    তবে এই অঞ্চল সম্মেলন শুরু হওয়ার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাম ছাড়া আবাস যোজনার দুর্নীতিকে সামনে রেখে একটি বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় বিজেপির তরফ থেকে। বেশ কিছুক্ষণ অঞ্চল অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তবে ডেপুটেশন জমা দিতে গেলে সেখানে দেখা মেলেনি অঞ্চল প্রধান ও উপপ্রধানকে। যদিও বা অঞ্চলে প্রধানের টেবিলের জমা দিয়ে আসেন বিজেপি কর্মীরা। তবে আবাস যোজনার দুর্নীতি রুখতে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ না হলে আগামী দিনে প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে আরো বৃহত্তর আন্দোলনের সামিল হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি কর্মীরা। অপরদিকে, অঞ্চল সম্মেলনে যোগ দিয়ে আবাস যোজনায় বঞ্চিত দরিদ্রদের সাথেও কথা বলেন ভারতী ঘোষ। দ্রুত আবাস যোজনায় বঞ্চিত দরিদ্রদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্বকে। কেন্দ্রের তরফ থেকে প্রতিনিধি দল তদন্তে এলে সেই তালিকা প্রকাশ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।