|
---|
সেখ সামসুদ্দিন, ৫ জানুয়ারি : মেমারি কলেজের ছাত্র-ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ছাত্রদের ভলিবল প্রতিযোগিতা ও সাঁওতালী বিভাগের ছাত্র-ছাত্রীদের তীরন্দাজী প্রতিযোগিতা করা হয়। এই তীরন্দাজী প্রতিযোগিতায় সহযোগিতা করে মেমারি হাটপুকুরের বিরসা মুন্ডা আর্চারি একাডেমি। মেমারি কলেজের শারীরশিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক ডঃ সুকান্ত সাহা জানান ভবিষ্যতে এই বিরসা মুন্ডা আর্চারী একাডেমির সহযোগিতায় ছাত্র-ছাত্রীদের তীরন্দাজী প্রশিক্ষণ দেয়া হবে। কলেজের অধ্যাপক, স্টাফ, ছাত্র-ছাত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিরসা মুন্ডা আর্চারী একাডেমীর পক্ষে মেমারি ১ পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ সনাতন হেমব্রম।