পুরুনবেড়্যা গ্রাম সরস্বতী পূজা কমিটির উদ্যোগে ক্রীড়া ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান

কেশপুর: পুরুনবেড়্যা গ্রাম সরস্বতী পূজা কমিটির উদ্যোগে ক্রীড়া অনুষ্ঠান ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কেশপুর ব্লকের মুগবসান অঞ্চলের পুরুনবেড়্যা গ্রামে।আজকের এই মহতী অনুষ্ঠানে প্রায় ৫০ জন দুঃস্থ ও অসহায় মানুষদের শীত বস্ত্র ও ২৫ জন দুঃস্থ মহিলাকে শাড়ি দেওয়া হয় বিতরণ করা হয়। এছাড়াও এদিন সদ্য মৃত তপন ভূঁইয়ার দুই ছেলের হাতে স্কুল ব্যাগ দেওয়া হয় এবং মুগবসান মুক্ত মঞ্চ ও মুগবসান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছু নগদ টাকা পিতৃ হারা দুই ছেলের হাতে তুলে দেওয়া হয়।

    এছাড়াও এদিন পাসিং দি বল, ছোটদের দৌড় প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি সহ আরও অনেক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    উপস্থিত ছিলেন অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী সেখ হাসানুজ্জামান, বিশিষ্ট সমাজ কর্মী ও গ্রামীণ চিকিৎসক সেখ কমরুদ্দিন, উদ্যোক্তা কমিটির সভাপতি অরিন্দম , লোকেশ খাঁ, স্বেচ্ছাসেবী সংগঠন মুগবসান মুক্ত মঞ্চের সম্পাদক আবুল কালাম চৌধুরী, সভাপতি কাজী আব্দুল মাহমুদ প্রমুখ বিশিষ্টগণ।