|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুর পুরসভার ভোটে বামফ্রন্ট তাদের প্রার্থী তালিকা পুরসভার ভোটের নির্ঘন্ট ঘোষণার দিনই ঘোষণা করলো। এদিন এক সাংবাদিক বৈঠকে মীরবাজারের কৃষক ভবনে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে বাম নেতৃত্ব। জানা গেছে, মেদিনীপুর পুরসভার ২৫ টি আসনের মধ্যে সিপিআইএম লড়াই করবে ১৬ টি আসনে, সিপিআই লড়াই করবে ৪ টি আসনে আর বাকি পাঁচটি আসনে বাম-ধর্মনিরপেক্ষ গনতান্ত্রিক শক্তিকে সমর্থন করবে বামফ্রন্ট। আর এস পি বা ফরোয়ার্ড ব্লকের কোন প্রার্থী নেই এই তালিকায়। প্রার্থী তালিকায় নবীন প্রবীণ সংমিশ্রণে রয়েছেন রেড ভলান্টিয়ার্সরা, গৃহবধূ, শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন শিক্ষক, ব্যাঙ্ককর্মী, প্রাক্তন ব্যাঙ্ককর্মী, বেসরকারি স্বাস্থ্যকর্মী, আইনজীবী,কলেজ শিক্ষাকর্মী, শ্রমিক,ব্যবসায়ী সহ দলের সর্বক্ষণের কর্মী।
এদিনের সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক তরুণ রায়, সিপিআইএম নেতা কীর্তি দে বক্সী,তাপস সিনহা,সিপিআই এর অশোক সেন ,আর এস পির শক্তি ভট্টাচার্য প্রমুখ।এদিন প্রার্থী ঘোষণার পর থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে প্রার্থীদের সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়ে যায়।