বিশ্ব জলবায়ু দিবসে পথসভা বাঁকুড়া জেলায়

নিজস্ব প্রতিবেদক,বাঁকুড়া: দেওচা পাচামী কয়লাখনি প্রকল্প বিরোধী উদ্যোগ মঞ্চের পক্ষ থেকে ২৫ শে মার্চ বিশ্ব জলবায়ু দিবসে এক পথসভা অনুষ্ঠিত হয় বাঁকুড়া শহরের মাচানতলায়। উক্ত পথ সভায় CPIML লিবারেশন এর বাঁকুড়া জেলা সম্পাদক বাবলু ব্যানার্জি বলেন পরিবেশের নিয়মনীতি না মেনে আদিবাসী ও সংখ্যালঘুদের উচ্ছেদ করে দেওচা পাঁচামিতে কয়লাখনি খনি করা চলবে না।

    দেওয়ানগঞ্জে আন্দোলন রত মহিলাদের উপর লাঠিচালানোর ঘটনায় যুক্ত পুলিশদের শাস্তি সহ আন্দোলনকারীদের উপর চাপানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।সম্প্রতি বীরভূম জেলার রামপুরহাটের গণহত্যায় সিট বা সিবিআই নয় উচ্চ আদালতে কর্মরত কোন বিচারক কে দিয়ে উচ্চপর্যায়ের তদন্ত করানো,কারন এই হত্যা সংগঠিত হয়েছে তৃনমূলের একশ্রেণীর নেতা এবং পুলিশের যোগসাজশে। এই ভাবে সারা রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে পুলিশের রাজ প্রতিষ্ঠা করা হচ্ছে। এটা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধী মানুষের রায় কে অসম্মানের সামিল।

    এবিষয়ে মুখ্যমন্ত্রী কে স্পষ্ট জবাব দিতে হবে বলে দাবি তোলেন। এছাড়াও এদিন পথ সভায় বক্তব্য রাখেন CPI র পক্ষে বাঁকুড়া জেলার নেতা ভাস্কর সিনহা,বাঁকুড়া কোর্টের আইনজীবী অভিষেক বিশ্বাস,AICCTU এর ফারহান হোসেন খান,আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের পক্ষে রামনিবাস বাস্কে,খেতমজুর সমিতির জেলা নেতা সোমনাথ বাস্কে,পরিবেশ আন্দোলনের বিশিষ্ট নেতা শান্ত ব্রত সেন প্রমুখ।

    উল্লেখ্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের উদ্যোগে আগামী ২৮-২৯ মার্চ সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে দেশব্যাপী। শ্রম কোড বাতিল, পেট্রোপন্য সহ জিনিস পত্রের দাম কমানো, দেশের সম্পদ বিক্রি বন্ধ করা, বেকারের হাতেকাজ ইত্যাদি দাবির পরিপ্রেক্ষিতে, সেই ধর্মঘটের সমর্থনে ও প্রচার সভা অনুষ্ঠিত হয়।