|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুর কলেজে এসে আবেগে ভাসলেন অনির্বাণ ভট্টাচার্য।মেদিনীপুর কলেজের সারধশতবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ বক্তৃতামালা। গতকাল প্রথমদিনে কলেজের অডিটোরিয়ামে স্বাধীনতার ৭৫ বছরে ভারতের বিজ্ঞান ও প্রাযুক্তির ওপর বক্তব্য রাখেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক ও জনপ্রিয় লেখক শ্যামল চক্রবর্তী। ভারত ও বিশেষত বঙ্গের কৃতী বিজ্ঞানীদের হাতে ভারতের বিজ্ঞানচর্চার রূপরেখা কীভাবে তৈরি হয়েছিল তা বিশিষ্ট বাগ্মী শ্রী চক্রবর্তী তার বক্তব্যে তুলে ধরেন। শুক্রবার দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ও নির্দেশক অনির্বাণ ভট্টাচার্য্য। তাঁর কথায় ও গানে অনির্বাণ উপস্থিত সবার মন জয় করে নেন। মেদিনীপুর শহরে বড় হওয়া অনির্বাণ শহরের এই ঐতিহ্যশালী কলেজে এসে নিজের আবেগ লুকিয়ে রাখতে পারেননি। আবেগমথিত ছিল কলেজের ছাত্রছাত্রীরাও। প্রিয় অভিনেতার জন্যে সকাল থেকেই তাদের উন্মাদনা ছিল দেখার মতো।
এদিন দ্বিতীয় বক্তা ছিলেন স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ শ্রী মৃণাল চক্রবর্তী। তার কথা, অডিও ভিজ্যুয়াল ক্লিপ, উদ্ভাবনী গল্প ও খেলার মধ্যে দিয়ে শ্রী চক্রবর্তী ছাত্রছাত্রীদের বলেন কিভাবে নিজেদের অনুপ্রাণিত করতে হয়। আন্তর্জাতিক স্তরে খ্যাত বহু ক্রীড়াবিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন শ্রী চক্রবর্তীর বক্তব্য উপস্থিত সকলকে ঋদ্ধ করে। অনিবার্ণের জন্য সকাল থেকে অপেক্ষা করা ছাত্রছাত্রীরা উৎসাহ ও ধৈর্য্যের সঙ্গে তাঁর বক্তব্য শোনে। কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরা জানান যে এই কলেজের এটাই ঐতিহ্য। এখানে জনপ্রিয় অভিনেতা ও অ্যাকাডেমিক বক্তার সমাদর একইরকম সম্মান ও আগ্রহের সঙ্গে করা হয়। এই বক্তৃতামালা কলেজের প্রধান অডিটোরিয়াম বিবেকানন্দ হলের পাশাপাশি লাইভ সম্প্রচার হচ্ছে কলেজের সেমিনার হল এবং নবনির্মিত প্রাক্তনী ভবনের সেমিনার হলে। অধ্যক্ষ জানান, উৎসাহী ছাত্রছাত্রীরা ভিড় জমাচ্ছে তিনটি জায়গাতেই। বক্তৃতার লাইভ স্ট্রিমিং হচ্ছে কলেজের ফেসবুক এবং ইউটিউব পেজেও।