|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: সম্প্রতি রামপুরহাটে ঘটে যাওয়া খুন এবং অগ্নিসংযোগ করে পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদে শুক্রবার খয়রাশোলে বামফ্রন্টের পক্ষ থেকে ধিক্কার মিছিল বের হয়। তৃনমূল কংগ্রেসের দখলের রাজনীতি থেকেই রামপুরহাটে নৃশংস গণহত্যা, পুলিশ ও তৃনমূল কংগ্রেসের যৌথ আঁতাত বন্ধ করা এবং খুনিদের উপযুক্ত শাস্তির দাবি তোলা হয় মিছিল থেকে।
পাশাপাশি আগামী ২৮ ও ২৯ মার্চ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ সাধারণ ধর্মঘটের সমর্থনে স্থানীয় সিপিআইএম দলীয় কার্যালয় থেকে খয়রাশোলের বাজার,থানামোড় সহ বিভিন্ন এলাকা মিছিল পরিক্রমা করে বাসষ্ট্যান্ডে এক পথসভা অনুষ্ঠিত হয়।
দেশ ও দেশের মানুষকে বাঁচাতে, শ্রম কোড বাতিল, পেট্রোপন্য সহ জিনিসপত্রের দাম কমানো,দেশের সম্পদ বিক্রি বন্ধ করা,চাষীদের ফসলের ন্যায্য মূল্য, বেকারের হাতে কাজ ইত্যাদি দাবি নিয়ে মূলত ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান সিপিআইএম খয়রাশোল এরিয়া কমিটির সম্পাদক দিলীপ গোপ।
উপস্থিত ছিলেন সিপিআইএম বীরভূম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরি, সংগঠনের এরিয়া কমিটির সদস্য তথা খয়রাশোল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সমীর রায়, বিমল ঘোষ প্রমুখ নেতৃত্ব ও কর্মীবৃন্দ।