থ্যালাসেমিয়ামুক্ত ভারত গড়ার স্বপ্ন বুকে নিয়ে ,মালদা থেকে পায়ে হেঁটে দিল্লি উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তিন যুবক

রতুয়া: থ্যালাসেমিয়ামুক্ত ভারত গড়ার লক্ষ্যে মালদা থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রা শুরু করেছে ৩ যুবক বৃহস্পতিবার মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সামনে থেকে তাঁরা তাঁদের পদযাত্রা শুরু করলেন,শুক্রবার তারা এসে পৌঁছাই রতুয়ার দেবীপুরে,দেবীপুরে পরে তারা নাককাটি ব্রিজ পার করে মহানন্দটোলা দিয়ে বিহার রাজ্যে গিয়ে উঠবেন ১৪০০ কিলোমিটার পায়ে হেঁটে তাঁরা বাংলা , বিহার , উত্তরপ্রদেশ হয়ে দিল্লি ইন্ডিয়া গেটে তাঁদের পদযাত্রা শেষ করবেন ।

    থ্যালাসেমিয়ামুক্ত ভারত রক্তদানের জন্য মানুষকে উৎসাহ সচেতন করতে ,এবং রক্তদানের জন্য এগিয়ে আসার বার্তা সকলের কাছে পৌছে দেওয়াই তাদের লক্ষ্য বলে জানিয়েছেন তারা।