যান চলাচলের জন্য উপযুক্ত সড়কের দাবীতে স্মারকলিপি জমা বক্সা পাহাড়ের বাসিন্দাদের

উত্তরবঙ্গ: যান চলাচলের জন্য উপযুক্ত সড়কের দাবীতে বুধবার ডুয়ার্সকন্যায় জেলা শাসক দপ্তরে স্মারকলিপি জমা দিলেন কালচিনি ব্লকের বক্সা পাহাড়ের বাসিন্দারা। বর্তমানে সান্তলাবাড়ি থেকে জিরো পয়েন্ট পর্যন্ত গাড়ি চলাচলের রাস্তা রয়েছে, তার ওপরে যেতে হলে হেঁটে যেতে হয়। বক্সা পাহাড়ের বাসিন্দারা জানান, ‘আমরা বক্সার সব পাহাড়ি গ্রামগুলিতে রাস্তা করতে বলছি না, আমরা বলছি অন্তত বক্সা ফোর্ট পর্যন্ত একটি গাড়ি বা এম্বুলেন্স চলাচলের রাস্তা করা হোক, যাতে কেউ অসুস্থ বা কারো কোনো সমস্যা হলে তাকে আমরা তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে আসতে পারি।’

    এ বিষয়ে বক্সা পাহাড়ের বাসিন্দা টেন্ডুপ ডুপ্পা জানান, ‘আমরা অনেক বছর ধরেই শুনে আসছি যে রাস্তা হবে, তবে কবে হবে, তা আমরা কেউই জানিনা। এরজন্য এই প্রথম আমরা এদিন জেলা শাসকের কাছে আসি এবং তার অফিসে সকলে মিলে স্মারকলিপি জমা দিই।’ তিনি জানান, ‘আশা করছি জেলা শাসক আমাদের সমস্যা সমাধানে উদ্যোগী হবেন। নাহলে আমাদের আন্দোলন বা ভোট বয়কট করা ছাড়া কোনো উপায় থাকবে না।