|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকার গত দুই বছর ধরে ভিসার ব্যাপারে কড়াকড়ি করেছিল। বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক সেই কারণে টুরিস্ট ভিসার ব্যাপারটি কার্যকরী হবে বলে জানানো হয়েছে। মোট ১৫৬ টি দেশের নাগরিকদের টুরিস্ট ভিসা দেওয়ার ব্যাপারটি কার্যকর হবে খুব দ্রুত। এছাড়া বিশ্বের সব দেশের নাগরিকদের রেগুলার ভিসার ব্যাপারটিও কার্যকরী হবে।
আমেরিকা জাপানের নাগরিকদের জন্য ১০ বছরের টুরিস্ট ভিসার দাওয়ার প্রক্রিয়া আবার চালু হবে।
করোনার কারণে গোটা দেশের পর্যটন ব্যবসা প্রচন্ড পরিমানে মার খেয়েছে গত দুই বছরে। পর্যটন ব্যবসা কে আবার চাঙ্গা করতে এই পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার অনেকেই মনে করছেন।