|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বুধবার কাবুলের একটি মসজিদের পাশাপাশি মাজার-ই-শরিফের তিনটি বাসে বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের এবং আহত বহু।
মসজিদে বিস্ফোরণের বিষয় জানা যায়, হজরত জাকারিয়া মসজিদের ভেতরে যেখানে কোরান রাখা হয় সেই জায়গায় বোমা রাখা হয়েছিল। বিস্ফোরণে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এবং মাজার-ই-শরিফে তিনটি বাসে বিস্ফোরণের বিষয় মনে করা হচ্ছে, শিয়াদেরই নিশানা করেছিল জঙ্গিরা। তবে, এখনও পর্যন্ত এই হামলার দায় কোনও সংগঠন স্বীকার করেনি।