পুলওয়ামায় জঙ্গী আক্রমণের প্রতিবাদে শান্তিপুরে মৌন মিছিল

শরিফুল ইসলাম, নতুন গতি:নদীয়ার তরুণ বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের রেশ কাটতে না কাটতেই এবার দেশের জন্য শহীদ আর এক সুদীপ বিশ্বাসের মৃত্যুতে কাতর জেলাবাসী।

    মৃত্যুর উদ্দেশ্য’র ফারাক থাকুক, তবে শোকের আলাদা কোনো নাম থাকে কি না জানা নেই সত্যজিৎ বা সুদীপদের ভালোবাসার মানুষ গুলোর কাছে।
    সেদিনের মতোই আজও মৌন মোম মিছিল মিছিলে রাজ পথ ভরে গেছে। শহর গ্রাম নগর রাজ্যের মতোই এই মোমবাতি মিছিলে এবার যুক্ত হলোগোটা দেশ।

    কাশ্মীর উপত্যকায় পুলওয়ামায় এক নৃশংস জঙ্গী হামলায় বিয়াল্লিশ জন সেনা বাহিনীর জোয়ান রক্তাক্ত ও শহীদ হন।
    সুদীপ বিশ্বাস তাঁদের এক জন।
    এই শহীদদের নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ আর ঘৃণার আগুন যেন মোমের সলতে দিয়ে বেরিয়ে আসছে নীরবে।

    শান্তিপুরে আজ, বেলা শেষ হতেই বিভিন্ন সংগঠন দল মত নির্বিশেষে মোমবাতি হাতে পায়ে পায়ে হাঁটেন শান্তিপুরের রাজ পথ ধরে। চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের লিংক রোড এদিন ছিল মোমবাতি মিছিলের দখলে। একহাতে মোমবাতি আর এক হাতে পোস্টার । সকলে মিলে, কারো হাতে ছিল প্রতিবাদ বা প্রতিশোধ, কেউ বা হাতে নিয়ে ছিল শহীদদের আত্মার জন্য শান্তি কামনার বার্তা । মিছিল গোটা শহর পরিক্রমন করে। মিছিলের পুরোভাগে ছিলেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য।