গোরুপাচার কাণ্ড: সিঙ্ল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে অনুব্রত মণ্ডল

নতুন গতি নিউজ ডেস্ক: গোরুপাচার কাণ্ডে এবার সিঙ্ল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সিবিআইয়ের গ্রেফতারের হাত থেকে মুক্তি পেতেই রক্ষাকবচ চেয়ে আজ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আবেদন করেন তিনি।

    উল্লেখ্য, গত ৭ই মার্চ অনুব্রত মণ্ডলকে চতুর্থ নোটিশ পাঠানোর পর তিনি সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু কলকাতা হাই কোর্ট খারিজ করে দেয় আবেদন। তারপর সিবিআইয়ের নোটিশ অনুযায়ী, আজই নিজাম প্যালেসে তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। সেখানে আজই তিনি ডিভিশন বেঞ্চে মামলা করলেন।

    এই মামলাটি বুধবার শুনানির জন্য যেতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে দু’‌দিন সিবিআইকে অপেক্ষা করতে হবে।