|
---|
নিজস্ব সংবাদদাতা, কেশপুর: আবারো বেপরোয়া বেসরকারি বাসের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটেছে কেশপুর থানার অন্তর্গত ইছাইপুর কাটানে। স্থানীয় সূত্রে জানা গেছে, খড়গপুর তারকেশ্বর অভিযান নামক বেসরকারি বাসটি দ্রুত গতিতে বেপরোয়া ভাবে চন্দ্রকোনা থেকে কেশপুরের দিকে যাচ্ছিল। সেই সময় এক বাইক নিয়ে যুবক বিপরীত দিকে আসছিল। দ্রুত গতিতে গিয়ে বাসটি যুবকটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়।
জানা গেছে, ঝাড়গ্রাম এর জঙ্গলখাস গ্রামে বাড়ি। নাম সাগরজিৎ দাশ বয়স ২৯। পিতা অজিত দাশ।ইনফোসিসে ইনফরমেশন টেকনোলজি তে কর্মরত ছিল বলে জানা গেছে।
স্থানীয়রা গিয়ে যুবকটিকে উদ্ধার করে কেশপুর হাসপাতালে পাঠায়। এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা হয় বলে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে ও উত্তেজনা তৈরি হয় ।কেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতা কে শান্ত করে ও এখানে যেহেতু বারবার অ্যাক্সিডেন্ট হয় আর যাতে না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আশ্বাস দিলে পথ অবরোধ উঠে যায়।