|
---|
লুতুব আলি, বর্ধমান, ৭ অক্টোবর : পূর্ব বর্ধমানের দুর্গাপূজার কার্নিভাল এক ঐতিহাসিক মুহূর্তের আবহাও তৈরি করেছিল। আজ বর্ধমান শহরের বড় নীলপুর থেকে জেলার ৩১ টি বাছাই করা দুর্গাপূজা কমিটি বর্ণাঢ্য শোভাযাত্রা করে বিভিন্ন ধরনের ট্যাবলো সহকারে শহরের প্রাণ কেন্দ্র কার্জন গেট চত্বরে এসে হাজির হয়। কার্নিভালের উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেতা চাঙ্গি পান্ডে। বর্ণাঢ্য কার্নিভাল প্রত্যক্ষ করতে হাজার হাজার মানুষ রাস্তার দু’ধারে দাঁড়িয়ে পড়ে। বাংলার দুর্গাপূজা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করায় সার্বিকভাবে এবারের জেলার দুর্গা পূজা ভিন্ন ভিন্ন আঙ্গিকে অভিনবত্ব এনেছিল। বর্ধমানের কার্নিভাল আক্ষরিক অর্থে এক বৈচিত্র্যময় আবেগঘন মুহূর্ত তৈরি করেছিল। এই কার্নিভালের বহুমাত্রিক রূপ দেখে চাঙ্গি পান্ডে সন্তোষ প্রকাশ করেন। কার্নিভালে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনাশিস সেন, সভাধিপতি সম্পা ধারা, সহ-সভাপতি দেবু টুডু, মহু কুমার শাসক তীর্থঙ্কর বিশ্বাস, পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বর্ধমান পুরসভার কাউন্সিলর রাসবিহারী হালদার, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, কাটোয়ার বিধায় ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাজি, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান উন্নয়ন পর্ষদের সভাপতি কাকলি তা গুপ্ত। ২০২২ এর পূর্ব বর্ধমান জেলার সেরা পুজো বড়শুল জাগরণী সুসজ্জিতভাবে তাদের অনুষ্ঠান প্রদর্শন করে। জাগরনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি পিন্টু পাল, সম্পাদক তারকনাথ ঘোষ, দপ্তর সম্পাদক কাশীনাথ চট্টোপাধ্যায়, পুলক ঘোষাল প্রমুখ। উল্লেখ্য, এই কার্নিভালে সবুজের বার্তা দিতে উপস্থিত ছিলেন গাছ মাস্টার অরূপ চৌধুরী। তিনি গাছ গ্রুপের পুরোধা। গাছ গ্রুপের সবুজ কর্মী রাজেশ হালদার, শেখ মিসকিন আলী, অম্লান মজুমদাররা সবুজ পোশাক পড়ে সবুজ ব্যানার সহকারে কার্নিভালে অংশগ্রহণ করেন। কার্নিভালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার প্রমুখ। কার্নিভালে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।