দুর্গাপুরের প্রান্তিক শিশুদের আঁকা ছবি বিক্রি করে পড়ার খরচ জোগাবে।

লু তুব আলি : দুর্গাপুরের প্রান্তিক শিশুদের আঁকা ছবি বিক্রি করে পড়ার খরচ জোগাবে। দুর্গাপুরের অগ্রজ স্বেচ্ছাসেবী সংগঠন প্রান্তিক সুন্দর সমাজ গড়ার ডাক দিল। ২৯ মে নির্মল সকালে দুর্গাপুর এ বি এল টাউন শিপের সবুজে ঘেরা কালিবাড়ি প্রাঙ্গণে নবজাগরণ নাম দিয়ে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে শিশু ও কিশোরদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতা শ্রেষ্ঠ ২০ টি ছবি বাজারে বিক্রি করে প্রান্তিক সেই টাকা থেকে দুস্থ ছেলে মেয়েদের পড়ানোর খরচ জোগাবে বলে প্রান্তিকের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিনের অনুষ্ঠানে দুর্গাপুর ও আসানসোলে বিশিষ্ট সামাজিক প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন গুলির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, রামমোহনের আদর্শকে এই অনুষ্ঠানে তুলে ধরা হয়েছিল। অনুষ্ঠানের নামকরণ করা হয়েছিল নবজাগরণ। প্রান্তিক বর্তমান প্রজন্মের কাছে ওই সমস্ত মনীষীদের দর্শন কে তুলে ধরে সুন্দর এক সমাজ গড়ার বার্তা দেয়া হলো তাদের প্রধান উদ্দেশ্য। এই প্রভাতী অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি দিশারী ও কাকলি দাশ গুপ্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম এর উত্তরসূরী সোনালী কাজী। কথায় গানে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন সোনালী কাজী। এক সাক্ষাৎকারে প্রান্তিকের সম্পাদক দেবাশীষ বাদ্যকর বলেন, বিভিন্ন ধরনের জনসেবামূলক কাজ করে প্রান্তিক দুর্গাপুরের বুকে এক অনন্য ভূমিকা পালন করে চলেছে। কোভিড চলাকালীন প্রান্তিকের সদস্যরা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে খাবার ও ওষুধ পৌঁছে দিয়েছে। প্রান্তিকের অন্যতম সদস্য সুস্মিতা সেন গুপ্ত বলেন প্রান্তিক দুষ্ট ছেলে মেয়েদের কাছে অভিভাবক হিসাবে ভূমিকা পালন করে চলেছে। এদিনের অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত, কবিতার কোলাজ আলেখ্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায় এর নাতনি বিশিষ্ট বাচিকশিল্পী ও নাট্যকর্মী ইতুশ্রী মহান্ত, প্রথমিতা, কল্লোল কাজী প্রমুখ।