|
---|
উজির আলী,নতুনগতি,চাঁচল:০৬ ই মে
সারাবাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি (ABEKA) চাঁচল শাখার পক্ষে চাঁচল ইলেকট্রিসিটি সাপ্লাই অফিসে ডেপুটেশন প্রদান করা হয় Iকরোনা পরিস্থিতিতে গ্রাহকদের আর্থিক দূরাবস্থা ও যোগাযোগের কথা বিবেচনা করে আগামী তিন মাস লাইন কাটা বন্ধ,মাসে ২০০ ইউনিট বিদ্যুৎ বিল মকুব, কৃষি ক্ষেত্রে বিদ্যুৎ বিল মকুব সহ ছয় দফা দাবিতে সারা রাজ্যের সাথে চাঁচলেও এই ডেপুটেশন প্রদান করা হয়| সংগঠনের পক্ষে স্মারকলিপি প্রদান করেন রকিব হসেন, ঝন্টু রবিদাস প্রমুখ। দাবীগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে বিদ্যুৎ বন্টনের আধিকারিক জানিয়েছেন।