|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি : খাদ্য রসিক বাঙালির জন্য হার্ট অফ দ্য সিটিতে “দ্য গেটঅ্যাওয়ে ক্যাফে” খুলে ফেললেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সায়ন্তনী গুহঠাকুরতা। আনলক পর্বে একটি ক্যাফে কাম রেস্তোরাঁ খুলে সত্যি সবাইকে অবাক করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তিনি কথোপকথনের মধ্যে জানান, “লকডাউনের সময় হাতে প্রচুর সময় ছিল। বাড়িতে বসে অনেক রান্না বান্না করেছি। তখনই পরিকল্পনা করি একটা ক্যাফে কাম রেস্তোরাঁ খুললে কেমন হয়। আগস্ট থেকেই জায়গার খোজ শুরু করি, অবশেষে রসনাতৃপ্তির ব্যাবস্থা করতে গড়িয়াহাট রোডের উপরেই খুলে ফেললাম ‘দ্য গেটঅ্যাওয়ে ক্যাফে’। চা-কফি তো আছেই, সেই সঙ্গেই ক্যাফের মেনুতে থাকছে নানা দেশের সুস্বাদু সব পদ।”
বলা যেতে পারে লকডাউনে অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতার প্রভাবটা বেশ ইতিবাচক। উদ্বোধনের দিন টলি পাড়ার অনেকেই উপস্থিত ছিলেন।