প্রয়াত হলেন বাংলার বিশিষ্ট অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা

নতুন গতি নিউজ ডেস্ক: প্রয়াত হলেন বাংলার বিশিষ্ট অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা। শুক্রবার শহরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭২ বছরের শিল্পী। বেশ কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। পরে সেরে উঠলেও ভুগছিলেন নানাবিধ শারীরিক সমস্যায়। সেই কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    শিল্পীর প্রয়াণে শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “বিশিষ্ট অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘গণশত্রু’, ‘শাখাপ্রশাখা’, ‘গুপী বাঘা ফিরে এলো’, ‘অন্তর্ধান’, ‘বৈদূর্য্য রহস্য’, ‘ফটিকচাঁদ’, ‘আদালত ও একটি মেয়ে’, ‘হারমোনিয়াম’, ‘বাঞ্ছারামের বাগান’।” মুখ্যমন্ত্রী লেখেন ভীষ্ম গুহঠাকুরতার প্রয়াণে অভিনয় জগতের অপূরণীয় ক্ষতি হল। শিল্পীর পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি। শিল্পীর প্রয়াণের খবর পেয়ে ট্যুইটারেও শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    অভিনয়ের পাশাপাশি অসাধারণ গায়ক ছিলেন ভীষ্ম গুহঠাকুরতা। ভাল পিয়ানো বাজাতেন, ছবিও আঁকতেন, ক্রিকেট খেলতে ভালবাসেন। সম্পর্কে সত্যজিৎ রায়ের ভাগ্নে ছিলেন। অভিনয়ে তাঁর হাতেখড়ি হয় নাটকের মঞ্চে। সেখানেই নাকি পরিচালক তপন সিংহের নজর কাড়েন। তাঁর পরিচালনাতেই ‘রাজা’ ছবিতে অভিনয় করেন। পরবর্তীকালে সত্যজিৎ রায় এবং সন্দীপ রায়ের ছবিতেও অভিনয় করেন। আটের দশকে চুটিয়ে অভিনয় করেছেন ভীষ্ম গুহঠাকুরতা। তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে আসে শিল্প ও সংস্কৃতিমহলে।