তাসের ঘরের মতো ভেঙে পড়ল অধিকারী গড়! কাঁথি হবে এবার কাদের?

নতুন গতি নিউজ ডেস্ক: অবশেষে তাসের ঘরের মতো ভেঙে পড়ল অধিকারী গড়। চার দশক পর কাঁথি পুরসভা হাতছাড়া অধিকারী পরিবারের।

    ২১ টি ওয়ার্ডের মধ্যে মাত্র দুটিই দখলে আনতে পেরেছে গেরুয়া শিবির, ১৪টি দখল করলেন শাসক দল। এখনও ৫টি ওয়ার্ডের ফলাফল বাকি।

    উল্লেখ্য, পুরভোটের ঠিক আগের দিন শিশির অধিকারীর একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, যাতে শোনা যায়, ছেলে শুভেন্দু অধিকারীর প্রার্থীদের হয়ে তিনি তৃণমূল শিবিরের কাছে ভোট চাইছেন। ভোটের দিন, তিনি বলেন তৃণমূল সাফ হয়ে যাবে। কিন্তু ফল হয় পুরো উল্টো। নিজেদের ঘরেই মুখ থুবরে পড়েন অধিকারী পরিবার।

    যে ওয়ার্ডে অধিকারী বাড়ি, সেই ১৫ নং ওয়ার্ডে জিতে গিয়েছেন তৃণমূল প্রার্থী তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য। ১৩ নং ওয়ার্ডে জিতেছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি। তিনিই সম্ভবত কাঁথি পুরসভার পরবর্তী চেয়ারম্যান হবেন। আর এতেই প্রশ্ন উঠছে, কাঁথির রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র থেকে অধিকারীদের সরিয়ে কি ‘গিরি’দের আধিপত্য হতে চলেছে?