নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ কান্দী পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে

জৈদুল সেখ, নতুন গতি , কান্দী : নির্বাচন ঘোষণা হতেই বিধি উড়ল শিকেয়। কান্দী পৌরসভার প্রশাসক অপুর্ব সরকারের বিরুদ্ধে অভিযোগ, নিজে হাতে দায়িত্ব নিয়ে নির্বাচনী বিধি ভাঙলেন তিনি । অপুর্ব সরকার ওরফে ডেভিডই একুশের ভোটে কান্দী থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী।

     

    গত রবিবার কান্দীর তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের নিয়ে দলীয় বৈঠক সারলেন সরকারী গেস্ট হাউসে। কান্দী পৌরসভার অধীনে আছে ওই গেস্ট হাউস। তাও, দলনেত্রীর ছবি, দলীয় সিম্বল হাতে নিজে পোজও দিলেন শাসক দলের নেতা কর্মীরা।
    দলীয় প্রচার পৌরসভার গেস্ট হাউস থেকেই !
    যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, পৌরসভা থেকে সভাগৃহ ভাড়া নিয়েই করা হয়েছে দলীয় সভা।

    সরকারি গেষ্ট হাউস ব্যাবহার সহ কান্দি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে নোংরা ফেলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি গালানো প্লাস্টিক বালতি ও লিফিলেট বিলি করা হচ্ছে বলে অভিযোগ উঠে। জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব সরকারের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশন ও কান্দির মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করল কান্দির BJP নেতৃত্ব।
    বৃহস্পতিবার কান্দি মহকুমা শাসকের দফতরে অভিযোগ জানাতে হাজির হয়েছিলেন, বিজেপি নেত্রী বিনীতা রায়, শ্বান্ত্বনা ও দেবজ্যোতি রায় সহ অনেকেই।