|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ মন্তেশ্বর ব্লকের মামুদপুর ১নং পঞ্চায়েত একশো দিনের কাজ দেখতে এলো জেলার প্রতিনিধি দল। ড্রোন উড়িয়ে একশো দিনের কাজের নজরদারি করে দেখলেন জেলার প্রতিনিধি দল।মামুদপুর ১নং পঞ্চায়েত একশো দিনের কাজের মাধ্যমে চলছে ক্যালেন সংস্কার কাজ।
ক্যালেন সংস্কার হলে ক্যালেন জলকে কৃষিকাজে সেচের জল কাজে লাগাতে পারবে চাষিরা। মামুদপুর ১নং পঞ্চায়েত প্রধান পারভিন মন্ডল বলেন যে একশো দিনের কাজের মাধ্যমে যেমন ক্যালেন সংস্কার ফলে চাষিরা কৃষিকাজে যেমন উপকৃত হবে। লকডাউনে সময় একশো দিনের কাজ পেয়ে খুশি পরিযায়ী শ্রমিক থেকে একশো দিনের কাজের শ্রমিকরা।