দু’বছর বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে কলকাতা থেকে ঢাকা বাস সার্ভিস

নিজস্ব সংবাদদাতা : ফের চালু হচ্ছে কলকাতা থেকে ঢাকা বাস সার্ভিস। করোনা পরিস্থিতির কারণে দু’বছর বন্ধ ছিল এই বাস পরিষেবা। দু’বছর বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বাস পরিষেবা।কলকাতা থেকে ঢাকা যাত্রী পরিবহণের সঙ্গে যুক্ত এক সংস্থার তরফে জানা গিয়েছে, কলকাতা থেকে ঢাকা বাস চালানোর অনুমতি ফের দেওয়া হয়েছে। আগামী ৩০ মার্চ বা ৪ এপ্রিলে এই বাস পরিষেবা চালু করার ভাবনাচিন্তা করা হচ্ছে। সেজন্য জোর প্রস্তুতি চলছে। অনুমতি পাওয়া গেলেও কবে থেকে এই পরিষেবা চালু করা যাবে, সেবিষয়ে জানতে চেয়ে রাজ্যের পরিবহণ দফতরে একটি চিঠি পাঠানো হয়েছে। রাজ্যের তরফে সম্মতি চলে এলেই দুই দেশের মধ্যে এই পরিষেবা ফের চালু হয়ে যাবে। জানা যাচ্ছে, ফের পরিষেবা চালু হয়ে গেল বাস ভাড়ার কোনও পরিবর্তন হচ্ছে না। একই থাকছে।উল্লেখ্য, ১৯৯৯ সাল থেকে কলকাতা থেকে ঢাকা বাস পরিষেবা শুরু হয়। ২০২০ সালের ১২ মার্চ থেকে দুই দেশের মধ্যে এই বাস চলাচল বন্ধ হয়ে যায়। এরপর দুই দেশ জুড়ে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। দু’বছর পর বন্ধ থাকার পর ফের খুলতে চলেছে এই বাস পরি্যেবা। উল্লেখ্য, প্রতিদিন সকাল ৭টায় সল্টলেকের করুণাময়ী থেকে ঢাকার উদ্দেশ্যে বাস ছাড়বে। অন্যদিকে একই সময়ে ঢাকা থেকে বাস ছাড়ার কথা। কলকাতা থেকে শ্যামলী পরিবহণের বাস সোম, বুধ ও শুক্র চলবে। কলকাতা থেকে বাকি তিন দিন বাস চালাবে বাংলাদেশ সড়ক পরিবহণ সংস্থা।