|
---|
নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়ি,জলপাইগুড়ির পরে এবারে ময়নাগুড়িতেও বাড়ল ইডির আতঙ্ক। ময়নাগুড়ির তিনটি প্রাথমিক ইষ্কুলে তিন তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা নিয়েও চাকরি করাতে ব্যর্থ হবার অভিযোগ উঠেছে।অভিযোগ ওই তিন নেতা সবার কাছ থেকে টাকা নিয়ে কলকাতাতে টাকা পাঠাতেন।ওই তিন নেতার যোগাযোগ ছিল কলকাতার তিনজন কাউন্সিলারের সাথে।তারা টাকা নিয়ে পৌছাতেন ওই কাউন্সিলারদের কাছে। ওই কাউন্সিলার নাম এবং ঠিকানা সহ কারে পৌছে দিতেন এক তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ নেতার কাছে।এই খবর প্রকাশিত হবার পরে উধাও তিন ময়নাগুড়ির নেতা।ময়নাগুড়িতে ইডি গত তিনদিন ধরেই তদন্ত শুরু করেছে। বে আইনিভাবে কতজনের চাকরী হয়েছিল অথবা কতজনের টাকা দিয়েও চাকরি হয় নি,ইডি এই সমস্ত তালিকা তৈরী করে ফেলেছে।খবরে জানা গেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা।