|
---|
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামিণিককে ‘ডাকাত’ বলে কটাক্ষ করলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। এসএসসি দুর্নীতির প্রতিবাদে বিজেপির মিছিলকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করলেন দিনহাটার বিধায়ক। শনিবার ‘চোরেদের জেল ভরো, মমতা গদি ছাড়ো’ এই স্লোগানকে সামনে রেখে কোচবিহারে মিছিললের ডাক দিয়েছে বিজেপি। সেই মিছিলের নেতৃত্বে থাকার কথা নিশীথ প্রামাণিকের। সোশ্যাল মিডিয়ায় এই মিছিলকে কেন্দ্র করে জোরদার প্রচারও শুরু করেছে বিজেপি। আর এই প্রচারকেই পালটা বিঁধেছেন উদয়ন গুহ। বিজেপির ওই পোস্টকে ট্যাগ করে নিশীথের উদ্দেশ্যে বিধায়ক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘যে মহারাজ আলিপুরদুয়ারে সোনার দোকানের লুণ্ঠন মামলায় ৪২ দিন হাজতে যোগ সাধনা করলেন তিনি নাকি চোর ধরতে রাস্তায় নামবেন!!’ তৃণমূল বিধায়কের এই পোস্ট ঘিরে শোরগোল পড়েছে জেলার পড়ে গেছে।বিজেপী এই মন্তব্য নিয়ে আজ থেকেই রাস্তায় নামতে চলেছে বলে জানতে পারা গেছে।