|
---|
নিজস্ব সংবাদদাতা:সোমবার চার দিনের সফরে পাহাড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী, চিড়িয়াখানার সামনে ফুচকা স্টলে চামচ দিয়ে ফুচকা ভেঙে তার মধ্যে মশলা ভর্তি করে পাহাড়ের বাসিন্দাদের ফুচকা খাওয়ালেন তিনি। মুখ্যমন্ত্রী হাতে তৈরি ফুচকা খেয়ে অভিভূত পাহাড়ের বাসিন্দারা। এরপর তিনি দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র কফি হাউস উদ্বোধন করলেন।
মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন সাহেব চট্টোপাধ্যায়, কফি হাউজ উদ্বোধন করার পড়ে রবীন্দ্র সংগীত গাইলেন মুখ্যমন্ত্রী।আলোকের ঝর্ণাধারায় এই রবীন্দ্র সংগীত মুখ্যমন্ত্রীর গলায় শুনতে পেলো পাহাড়বাসী।