|
---|
ইজাজ আহমেদ, নতুন গতি, বারাসাত : বারাসাতো লোকসভা নির্বাচনে ৩ বার বিজয়ী হ্যাটট্রিক করা নেত্রী মাননীয়া ডাঃ কাকলি ঘোষ দস্তিদার মহাশয়া তাঁর সৈনিকদের নিয়ে ওনার বাসভবনে অফিসে এক সাধারণ সভা করে। ওখানে সর্বপ্রথম তাঁর সৈনিকদের অনেক আন্তরিক শুভেচ্ছা জানান এবং আগামীতে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে ও অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে তা আলোচনা করেন। অঞ্চল ভিত্তিক সকল কর্মকর্তাও কর্মচারীদের বক্তব্য শোনেন। মুসলিম ধর্মের রোজার জন্য ঈদে পরে বিজয় মিছিলের অনুমতি দেন। মিটিং এর শেষে বিজয়ী মিষ্টি হিসাবে লাড্ডু বিতরণ করেন। এছাড়াও দিদির সোস্যাল মিডিয়া কাজ করা ইজাজ আহমেদ, শেখ রাকেস, মোজাম্মেল হোসেন ও মিনহাজ হোসেন কে আলাদা করে পরামর্শ দেন। ইজাজ আহমেদ দীর্ঘদিন সোস্যাল মিডিয়া নানান সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। ওনার নেতৃত্বে আগামীতে বারাসাত লোকসভা কেন্দ্র সোস্যাল মিডিয়া এক বিচিত্র আলোড়ন আসতে চলেছে।