মালদার হরিশ্চন্দ্রপুরে দানশীল পীরের ঊরষ শুরু

উজির আলী, নতুনগতি, হরিশ্চন্দ্রপুর : শনিবার থেকে শুরু হয়ে গেল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার চন্ডিপুর গ্রামের ঊরষ উৎসব। এবছর মৌওলানা মোঃ আবিদ হোসেন ও তার পুত্র মওলানা মোহাম্মদ শাহাবুদ্দিনের ঊরস মোবারক পালিত হচ্ছে। আজ থেকে শুরু হওয়া এই উৎসব। মেলা চলবে ১০-১২ দিন পর্যন্ত কমিটি জানায়। এই উৎসব কমিটির অন্যতম সদস্য রেজা রাজি জানালেন চন্ডিপুর গ্রামে মহান সাধক পুরুষ মাওলানা আবেদ হোসেন এর জন্ম হয়। তার ঈশ্বরপ্রদত্ত মাহাত্ম্য কথা মালদা ছাড়াও সমগ্র উত্তরবঙ্গ সহ কাঠিয়ার পূর্ণিয়া কিশান্গঞ্জ এলাকায় তা ছড়িয়ে পড়ে। এবং সমস্ত এলাকায় আজও তার প্রচুর মুরিদ বা শিষ্যদের বংশধর রয়েছে। জাতি-ধর্ম নির্বিশেষে তিনি প্রচুর মানুষের যথাসাধ্য উপকার করতেন।

    নিজ ধর্মের ছাত্রদের জন্য যেমন মাদ্রাসা তৈরি করেছেন তেমনই সর্বসাধারণের জন্য গড়ে তুলেছিলেন চন্ডিপুর উচ্চ মাধ্যমিক হাইস্কুল। ১৯১০ সালে এই স্কুলের প্রতিষ্ঠা করেন তিনি বিহারের কাঠিয়ার ও তিনি ১১ বিঘা জমির উপর দারুল উলুম মাদ্রাসা স্থাপন করেছিলেন। উনার তৈরি মাদ্রাসায় মিলাদ মেহফিল হলেও চন্ডিপুর হাই স্কুলে তিনি কোনদিনই অন্য ধর্মের ছাত্র দের কথা ভেবে মিলাদ করতে দেননি। পরধর্ম সহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির নজির তৈরি করেছিলেন তিনি।

    উৎসব কমিটির আরেক সদস্য সেকেল সিরাজী জানালেন তার স্মৃতিতেই চন্ডিপুরে এই উৎসব পালন হয়ে আসছে। গ্রামবাসীরা মিলিতভাবে এর আয়োজন করে থাকে। আজ বিকেলে এই মাজারে তার উদ্দেশ্যে চাদর চড়ানো হবে। পিতা-পুত্র উভয়কে শ্রদ্ধা জানাবে গ্রামবাসীরা। প্রসঙ্গত মৌলানা আবেদ হোসেনের পুত্র মৌলানা শাহাবুদ্দীনের ৪৭ তম মৃত্যুবার্ষিকীতে তার মাজারে চাদর চরাবেন গ্রামবাসীরা।

    এই ওরস উৎসব উপলক্ষে বাংলা বিহারের হাজার হাজার পূণ্যার্থী চন্ডিপুরে পিতা-পুত্রের মাজারে শ্রদ্ধা জানাতে আসবেন। দুই দিনব্যাপী এই উৎসবে চলবে কাওয়ালী প্রতিযোগীও। মৌলানা সাহেবের শিষ্যরাই এই কাওয়ালী তে অংশগ্রহণ করবেন।উনাদের মাজার জিয়ারত করে পূণ্য অর্জন করবেন অসংখ্য দর্শনার্থী। ঊরষে জেলা বিহার রাজ‍্যের ছোটো বড়ো ব‍্যবসায়ীরা রীতিমতো পসরা সাজিয়ে দোকান বসিয়েছেন। যা মেলায় পরিনত হয়েছে।