|
---|
মো: নাজমুস সাহাদাত,নতুন গতি:
ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের চন্ডীতলা থানার কৃষ্ণপুর দঃ পাড়া শাখা কমিটির উদ্যোগে আগামী ৩১ শে জানুয়ারি রাণি রাসমণি রোডে সংগঠনের রাজ্য সমাবেশের প্রস্তুতি সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।উক্ত প্রস্তুতি সভায় সংগঠনের কর্ণধার পীরজাদা আলহাজ্ব মৌ: মো: আব্বাস সিদ্দিকী আলকোরায়েশী ভাইজান বলেন যে-দলিত,আদিবাসী মুসলিম সহ সকল অনগ্রসর শ্রেণীর সাংবিধানিক অধিকারকে সুরক্ষিত করতে হবে,এবং ওয়াকফ সম্পতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে ও অর্জিত অর্থ মুসলিমদের শিক্ষা,স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে ব্যবহার করতে হবে,হুগলি মাদ্রাসার পঠন পাঠন অবিলম্বে চালু করতে হবে,এছাড়াও তিনি বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সকলকে আহ্বান করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন আবমার রাজ্য সভাপতি আবু আফজল জিন্নাহ সাহেব,বিশিষ্ট আইনজীবী কাজী মিরাজ হোসেন,বিশিষ্ট শিক্ষক আমিরুদ্দিন সাহেব,কৃষ্ণপুর দঃ পাড়া শাখা কমিটির সম্পাদক আব্দুল খালেক,বিশিষ্ট সমাজসেবী সামিম আলি মল্লিক এবং সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরাফত আহমেদ।