|
---|
মহঃ সফিউল আলম , রাজনগর , বীরভূম : রাজনগর রাজমিস্ত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ ৭ জানুয়ারী সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে স্মারক পত্র প্রদান করেন স্থানীয় নেতৃত্ব ৷ এর আগে একটি মিছিল বের হয় রাজবাড়ি সংলগ্ন প্রাঙ্গণ থেকে ৷তাতে অংশ নেন শতাধিক রাজমিস্ত্রী ৷ বিভিন্ন দাবিতে তাঁদের এই কর্মসূচী বলে জানান সমিতির পদস্থ কর্তারা ৷ এর পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত সমিতির দপ্তরেও তাঁদের স্মারক পত্র প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷দাবিগুলির বিষয়ে কর্তৃপক্ষ নির্দিষ্ট আশ্বাস দিয়েছেন বলে জানান সমিতির প্রতিনিধিবর্গ ৷
এদিন উক্ত কর্মসূচীতে সমিতির নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন সেখ ইসলাম , মতি মহঃ শা সহ অন্যান্যরা ৷ রাজমিস্ত্রীদের বিভিন্ন কল্যাণ মূলক বিষয় নিয়ে ও পরিবারের সদস্য তথা স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের স্কলারশীপ দেওয়ার বিষয় উল্লেখ ছিল স্মারক পত্রে ৷এমনকি প্রবীণ রাজমিস্ত্রীদের যাতে সরকারী ভাবে পেনশন বা ভাতা প্রদান করা হয় সেই বিষয়টিও অন্যতম দাবি রুপে তুলে ধরা হয় এদিন ৷তাঁদের দাবিগুলি পূরণ না হলে আবারও তাঁরা সোচ্চার হবেন বলে ইঙ্গিত দেন প্রতিনিধিরা ৷