“ইভিএম চুরি করে ভোট গণনায় কারচুপির চেষ্টা!”: ভোট গণনার আগে বিস্ফোরক অখিলেশ যাদব

নতুন গতি নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ভোট গণনার আগে বিস্ফোরক মন্তব্য করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

    মঙ্গলবার একটি টুইটে তিনি জানান “বারাণসীতে ইভিএম ধরা পড়ার সংবাদ উত্তরপ্রদেশের প্রতিটি বিধানসভাকেই সতর্ক থাকার বার্তা দিচ্ছে। ভোট গণনায় কারচুপির চেষ্টা নস্যাৎ করতে এসপি-জোটের সব প্রার্থী ও সমর্থকদের ক্যামেরা নিয়ে প্রস্তুত থাকতে হবে। যুব গণতন্ত্র ও ভবিষ্যৎ রক্ষায় ভোট গণনায় সৈনিক হয়ে উঠুন!”

    অখিলেশ যাদবের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলাশাসক কৌশলরাজ শর্মা, তবে ইভিএম নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেননি। তিনি জানান “এই যন্ত্রগুলি গণনার দায়িত্বে থাকা কর্মীদের প্রশিক্ষণেই ব্যবহৃত হয়। এবং এগুলি কোনও ভাবেই ভোটের সময় ব্যবহার করা হয়নি। যে ইভিএমগুলিতে গণনা হয়েছে, সেগুলি এখন স্ট্রং রুমে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর পাহারায়।”