“মসজিদ মুসলিমদের অবিচ্ছেদ্য অংশ নয়” , বিষয়ের উপর এক আলোচনা সভা করলো “অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন।

নতুন গতি, সেখ আরাফাত:গত ১৯. ১০. ১৮ তারিখে হুগলী জেলার ফুরফুরা শরীফে।”মসজিদ মুসলিমদের অবিচ্ছেদ্য অংশ নয়” , বিষয়ের উপর এক আলোচনা সভা করলো “অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন।সভায় উপস্থিক বক্তাগণ বলেন যে, বসবাসের জন্য যেমন বাড়ি-ঘর, লজ্জা ঢাকার জন্য পোশাক, শিক্ষার জন্য বিদ্যালয়, চিকিৎসার জন্য হাসপাতাল ও বিচারের জন্য আদালত অপরিহার্য তেমনই নামাজের জন্য মসজিদ অপরিহার্য এবং যেখানেই মসজিদ সেখানেই মুসলিম আর যেখানে়ই মুসলিম সেখানেই মসজিদ।
গনতান্ত্রিক দেশে সংবিধান অধিকার দিয়েছে সর্ব ধর্মের মানুষকে ধর্মীয় কাজ পবিত্র স্থানে করার তাই মসজিদ, মন্দির, গীর্জা ইত্যাদি পবিত্র স্থানে হস্তক্ষেপ করা সংবিধান বিরোধী।
আবমার সভাপতি বলেন যে , মুসলিমদের বিশেষ প্রার্থনার স্থান মসজিদ যেখানে সকলে সমবেত হয়ে নামাজ আদায় করেন তাই মহামান্য আদালতকে শত কোটি শ্রদ্ধা জানিয়ে আবেদন করছি উক্ত রায়ের পুর্নবিবেচনা করুন।
সমগ্র দেশবাসির জন্য দোওয়া করে সভার সমাপ্ত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন আবমার সম্পাদক নাজিবুল হক মল্লিক, আবমার সভাপতি আবু আফজল জিন্না, আহনাফ ফাউন্ডেশনের সভাপতি আবু তালহা আব্বাসী, সমাজকর্মী মৌলানা ইসহাক সাহেব ও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিগণ প্রমূখ।