মদের ঠেক ভাঙতে এবার পথে নামল মুরারইয়ের প্রমীলা বাহিনী।

মহম্মদ রিপন, নতুনগতি :

    যখনই সমাজের নারীরা জেগে উঠেছে তখনই সমাজের বুকে চলতে থাকা অন্যায় অত্যাচারের মোচন ঘটেছে । বর্তমানে মুরারইয়ের বেশকিছু গ্রামে মদের ঠেকের জন্য সুস্থ সমাজটাকে কালো অন্ধকার ধোঁয়াতে গ্রাস করেছে। সাধারন মানুষের কাছে এটা ব্যাধি স্বরুপ। আট আয় করে বারো আনা ব্যয় এই মদের কারনে তাই এবার মুরারইয়ের পলশা গ্রামের মহিলারা পথে নামল। তাদের দাবি রাস্তাঘাটে যেখানে সেখানেই মদের আসর বসছে,ছোট্ট ছোট্ট বাচ্চা গুলো স্কুলে যেতে ভয় করছে, অশ্লীল ভাষায় চলছে গালিগালাজ এখন যদি আমরা রুখে না দাঁড়ায় তবে অনেকদেরি হয়ে যাবে।

    এই মদের কারনে সুস্থ স্বাভাবিক পরিবারে অশান্তির জের, পরিবারের আয়ের টাকার অধিকাংশ মদেই চলে যাচ্ছে ফলে বাচ্চা গুলোকে ঠিকমতো পরিচর্যা করতে পারিনা। এর আগে পলশা শান্তি কমিটি মদ বন্দ করার চেষ্টা করেছিল ঠিকই কিন্তু সেটাও ব্যর্থ গেছে। এবার সমাজের বিদ্বেষ সৃষ্টিকারী আঁতুড় ঘর গুলোকে ভাঙতে এলাকার মহিলারা ঝাঁটা,লাঠি, বটি নিয়ে রাস্তায় নামে।তাদের দাবি রাস্তার ধারে মদ খাওয়া দেখলেই পেটাবো।