|
---|
মালদা: তোলা না দেওয়ার প্রতিবাদ করায় এক প্রতিবাদী নেতাকে খুন করার চেষ্টা চালানোর অভিযোগ আইএনটিইউসি-র সভাপতির বিরুদ্ধে। রড দিয়ে ব্যাপক পেটানো হয়। এমনকী মাটিতে ফেলে মারধরের অভিযোগ উঠেছে। আক্রান্ত নেতার নাম মনসুর আলি।
তিনি রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি ইউনিয়নের সভাপতি। আইএনটিইউসি-র বিরুদ্ধে কয়েক বছর ধরে তোলা নেওয়ার অভিযোগ রয়েছে। কয়েক দিন আগে ওই তোলার টাকা না দেওয়ার প্রতিবাদ করেছিলেন মনসুর। সোমবার সন্ধের দিকে রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে ব্যপক মারধর করা হয় তাঁকে। নেতৃত্বে ছিলেন আইএনটিইউসি-র জেলা সভাপতি লক্ষ্ণী গুহ। আশঙ্কাজনক অবস্থায় মনসুরকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন ইউনিয়নের অন্য সদস্যরা।
আইএনটিইউসি-র জেলা সভাপতি-সহ কয়েক জনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন আইএনটিইউসি-র জেলা সভাপতি লক্ষ্ণী গুহ।