|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: গোটা বাংলা জুড়ে সন্ত্রাসের একের পর এক ছবি উঠে এসেছে এদিন। তবে এই ছবিটা প্রত্যাশিত ছিল অনেকের কাছে। কিন্তু কিছুটা অপ্রত্যাশিতভাবে এদিন আর একটি ছবি দেখা গিয়েছে বাংলায়। সেটা হল বিরোধীরা বিশেষত বাম কর্মীদের একাংশ একেবারে রাস্তায় নেমে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন। আর শান্তিপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে অভিযোগ উঠেছে খোদ শাসকদলের প্রার্থী স্নিগ্ধা মুখোপাধ্যায়কে একেবারে মাটিতে ফেলে মারধর করা হয়েছে। প্রার্থী নিজেই এই অভিযোগ তুলেছেন। এমনকী মাটিতে ফেলে জুতো দিয়েও তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। একথা জানাতে গিয়ে রীতিমতো ভেঙে পড়েন তৃণমূল প্রার্থী। আর গোটা অভিযোগ বামেদের বিরুদ্ধে।
এদিকে এই ঘটনাকে ঘিরে দুপক্ষের মধ্য়ে রাজনৈতিক চাপানউতোর একেবারে তুঙ্গে ওঠে। বাম প্রার্থী মৌমিতা মাহাতো দাসের অভিযোগ, তৃণমূল প্রার্থী বহিরাগদের নিয়ে এসে ছাপ্পা দেওয়ার চেষ্টা করছিলেন। আমরা হাতেনাতে একজনকে ধরে ফেলি। তাঁকে ছাড়াতে এসেছিলেন তৃণমূল প্রার্থী। তখন ধাক্কা লেগে পড়ে যান। আমরা কাউকে মারধর করিনি। এমনকী তিনি তৃণমূলের বিরুদ্ধেই পালটা সন্ত্রাসের অভিযোগ তুলেছেন।
এদিকে ঘটনার খবর বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে তৃণমূলের ভরা বাজারে এভাবে তৃণমূল প্রার্থীকে মাটিতে ফেলে জুতো দিয়ে মারধর করার অভিযোগ নিঃসন্দেহে নজর কেড়েছে অনেকের।