শব্দবাজি ও আলোক বাজির প্রতিবাদে মানুষকে সচেতন

নতুন গতি,মালদাঃ শব্দবাজি ও আলোক বাজির প্রতিবাদে মানুষকে সচেতন করার জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদার উদ্যোগে, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা, উদীচী, স্পার্ক, স্বপ্নছায়ায় আলোরদিশা, নতুন প্রজন্ম, সঞ্জীবনী, ঐকান্তিক মাতৃ মন্ডলী, স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায়, পুরাতন মালদার সদরঘাট হইতে মঙ্গলবাড়ীর রাজপথে পদযাত্রা ও পথসভা। বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদার কার্যকরী সভাপতি ড: প্রাণতোষ সেন, সম্পাদক সুনীল দাস, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদার সদস্য সুরজিৎ মন্ডল প্রমূখ।