|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গের ডাকে উত্তরকন্যা অভিযানকে সাফল্যমন্ডিত করতে ইতিমধ্যে প্রতি জেলায় শুরু হয়েছে প্রস্তুতি। তারই অঙ্গ হিসাবে এদিন মালদা জেলা ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে, ইংরেজবাজার পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লি, ব্যাংক কলোনী সহ বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন করা হয়। এই বিষয়ে বিশ্বজিৎ রায় ( বুলেট) জানান, আর নয় উত্তরবঙ্গের বঞ্চনা, আর নয় অন্যায়, আর নয় সন্ত্রাস তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পথে নেমেছে বিজেপি। আগামী ৭ ই ডিসেম্বর উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে ভারতীয় জনতা পশ্চিমবঙ্গ যুব মোর্চা। তাকে সাফল্যমন্ডিত করতে ইতিমধ্যে ইংরেজবাজার জুড়ে প্রচারে নেমেছে যুব মোর্চার কর্মীরা। আজ ২৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় উত্তরকন্যা অভিযান এর সমর্থনে দেওয়াল লিখন করা হল।