|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: বিজেপি মানেই সন্ত্রাস, বিজেপি মানে হিংসা আর শান্ত কোচবিহারে হিংসা ছড়াতে আসছেন অমিত শাহ। কোচবিহারের রথ যাত্রার নামে হিংসা ছড়ানোর চেষ্টা হলে অবশ্যই যুব তৃণমূল তা রুখে দেবে। কোচবিহারের সাংবাদিক বৈঠক করে এই কথাই জানালেন কোচবিহার জেলা যুব তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। আগামী ১১ তারিখ কুচবিহারে রথ যাত্রা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঐদিন জেলার সর্বত্র ছোট ছোট ক্যাম্প করে পাহারা দেবে যুব তৃণমূল যোদ্ধারা। কোথাও কোনো বিশৃঙ্খলা, অশান্তি সৃষ্টি করার চেষ্টা করতে গেলে তার রুখে দেবে তারা। তার জন্য যে কোনও মূল্য দিতে প্রস্তুত যুব তৃণমূল বলে ঘোষণা করেন অভিজিৎ।
তিনি বলেন, ধর্মীয় ভাবাবেগকে আক্রমণ করে কোনও রকম স্লোগান, অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। তার সাথে তিনি এও বলেন, রথযাত্রা আমরা রুখে দেব না কিন্তু কোথাও সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করলে অবশ্যই তা রুখে দেব।
অভিজিত বাবু কটাক্ষ করে বলেন, রথযাত্রা নয় এটা মন্দির মসজিদ ভাঙ্গার যাত্রা। এর মাধ্যমে সন্ত্রাস ছড়ান ছাড়া অন্য কোনও কিছুই হবে না। এভাবে এল কে আদবানি একটি যাত্রাতে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিল। এবারও একই ধরণের কাজও চলছে কোচবিহারে।