|
---|
দেবজিৎ মুখার্জি: গতকাল প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের বাড়িতে আগুন ধরিয়ে দিল ক্ষুব্ধ জনতা। পাশাপাশি জ্বালানো হয় শাসকদলের অজস্র সাংসদ ও নেতার বাড়ি।
জানা গিয়েছে, কলম্বোয় শান্তিপূর্ণ প্রতিবাদীদের উপর শাসকদলের সমর্থকদের চড়াও হওয়ার পরই এই ঘটনা ঘটে। ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। বিশ্লেষকদের মতে, শুধু চিনা ঋণ নয়, এই দুর্দশার জন্য দায়ী রাজপক্ষে পরিবারের অপশাসন, করোনা মহামারী ও সন্ত্রাসবাদের মতো ইস্যু।