আন্তঃজেলা ক্যারাটে প্রতিযোগিতা বর্ধমানে

আর এ মণ্ডল,বর্ধমান : সম্প্রতি বর্ধমান শহরের “শ্রী অরবিন্দ স্টেডিয়াম”-এ ক্যারাটে-ডো এসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হানসি প্রেমজিত সেন ও মহাসচিব হানসি জয়দেব মন্ডল এর নির্দেশনায় এবং বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশনের পরিচালনায়, “৪র্থ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যম্পিয়নশিপ ২০২৩,” ১৯শে মার্চ অনুষ্ঠিত হয়।
উদ্যোক্তাগণ জানান যে, কালনা, কাটোয়া, বর্ধমান সদর উত্তর ও দক্ষিন – এই চারটি সাব ডিভিসনের মোট ৭২ জন প্রতিযোগী এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
একজন এশিয়ান ক্যারাটে ফেডারেশনের বিচারক এবং পাঁচজন ক্যারাটে ইণ্ডিয়া অরগানাইজেশনের বিচারকের তত্ত্বাবধানে টুর্নামেন্টটি সুষ্ঠভাবে সম্পন্ন হয়।
জেলা ক্যারাটে সংস্থার সভাপতি মাননীয় কমল চন্দ্র ঘোষ মহাশয় জানান যে, এই প্রতিযোগিতার প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা আগামী এপ্রিল মাসে দুর্গাপুরে অনুষ্ঠিত রাজ্য ক্যারাটে প্রতিযোগীতার জন্য নির্বাচিত হবে।
এছাড়া জেলা ক্যারাটে সংস্থার মহাসচিব রেনসি দেবাশীষ কুমার মন্ডল জানালেন যে,- গতবারের মত রাজ্য, জোনাল এবং জাতীয় স্তরের অফিসিয়াল ক্যারাটে প্রতিযোগীতায় জেলার খেলোয়ারদের সাফল্য নিয়ে সকলে খুব আশাবাদী।
পদক তালিকায় বর্ধমান সদর উত্তর সাব ডিভিশনের প্রতিযোগীরা চ্যম্পিয়নশিপ-এ ভালোই সাফল্য অর্জন করে। জেলাস্তরের এই প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী এবং দর্শকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল দেখার মতো।
ছবি:-