|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: তাঁর অসংখ্য ভক্ত। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ফেসবুক ওয়াল থেকে পোস্ট করে জানানো হয় এমনটাই। সংশ্লিষ্ট পেজে এদিন একটি পোস্ট করে বলা হয়, ‘আজ আমাদের মাননীয় জেলা সভাপতির জন্মদিন নয়। কেউ দয়া করে জন্মদিনে পোস্ট করবেন না।’ অনুব্রত মণ্ডলের জন্মদিন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেতাদেরই একাংশ। বীরভূম জেলার এক তৃণমূল নেতার কথায়, ‘এই ধরনের বিভ্রান্তি ছড়ানো অত্যন্ত বিরক্তিকর। আজ কোনওভাবেই দাদার জন্মদিন নয়। কিন্তু ফেসবুক পোস্টে পোস্টে ছয়লাপ। তবে এটা দেখে ভালো লাগছে সকলেই তাঁকে ভালোবাসেন। তাঁর পাশে থাকতে চান।’
এদিকে, আজ ১৯ অগাস্ট জন্মদিন না হলে অনুব্রত মণ্ডলের জন্মদিন কবে? এই প্রশ্ন নিয়েই চলছে আলোড়ন। জানা গিয়েছে, এই তৃণমূল নেতার জন্মদিন আসলে ১ এপ্রিল। প্রসঙ্গত, গতকালই বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন এই নেতা। তিনি বলেন, ‘কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী আসতেই পারেন। কিন্তু সেন্ট্রাল হলে কীভাবে BJP-র জেলা সভাপতি উপস্থিত থাকলেন? বিশ্বভারতীর উপাচার্য একজন পাগল। এবার আমিও ক্যাম্পাসের ভিতরে মিটিং করব। বিশ্বভারতীয় ভিতরে তৃণমূল মিটিং করবে, পারলে আটকে দেখান।’
পাশাপাশি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের রবীন্দ্রনাথ মন্তব্য প্রসঙ্গেও ফুসে ওঠেন তিনি। অনুব্রত মণ্ডল বলেন, ‘রবীন্দ্রনাথ সম্পর্কে তিনি কিছু জানেন না, তাই কুৎসা করছেন। রবীন্দ্রনাথ কালো ছিল বলে কোলে নেওয়া হত কি হত না, তা কি উনি দেখতে গিয়েছিলেন? তাহলে ওঁর রবীন্দ্রনাথের আগে জন্ম হয়েছিল। নাকি সুভাষ সরকারের দাদু দেখতে গিয়েছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর কালো ছিল বলে কোলে নেওয়া হত না! যতসব ভুলভাল কথাবার্তা! এই জন্যই দলটার এই অবস্থা।’